ধামরাই প্রতিনিধি : প্রায় ৪৪১ বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের রথ যাত্রা আজ। প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে রথ যাত্রা। কাঠমিস্ত্রীর কা৷ রুকাজ আর শিল্পীর তুলুতে সাজানো হয়েছে প্রায় ২০ফুট প্রস্থ ও ৪০ ফুট উচ্চতার এই রথটি। এক সময় এই রথটি ৬০ ফুট উচ্চতা ও ২৫ ফুট প্রস্থ ছিল। কিন্তু ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা আগুন লাগিয়ে দিলে রথটি পুড়ে যায়। পরবর্তীতে এই রথটি পূর্ণ সংস্কার করা হয়। আজ এই রথযাত্রায় মেজর জেনারেল জীবন কানাই দাস (অবসর প্রাপ্ত)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ(সাংসদ ঢাকা ২০)।এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই রথ মেলাকে ঘিরে এখানে বসেছে সার্কাস, নাগরদোলা সহ হরেক রকমের খেলনা ও আসবাবপত্রের দোকান। এই মেলাকে ঘিরে বিশেষ খাবারের মধ্যে আমিত্বী,লটকন সহ হরেক রকমের খাবারের দেকান বসেছে। যদিও উল্টো রথ হবে ১৫ জুলাই কিন্তু মেলা চলবে মাস ব্যাপী।
খালেদ বীন আঃ আজিজ
০১৮১৯০৫৬৩৬২