মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-
রুহুল আমীন খান উজ্জ্বল।
আদাঐর ইউনিয়ন ভূমি অফিস মাধবপুর হবিগঞ্জ। এই অফিস উপস্থিত মাধবপুর পৌরসভা দুই নং ওয়ার্ডের মধ্যে, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে। দুর্বৃত্তরা ভূমি অফিসে বেশ কয়টি জানালার মধ্যে আগুন লাগানোর চেষ্টা করেছিল পশ্চিম পাশের একটি জানালা প্রায় অর্ধেক পুড়ে যায়। রাত্রে সময়- ১২:১৫ মিনিট , পাহারাদার টের পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। পাহারাদার ছিলেন, মোঃ মফিজ মিয়া, উনাকে জিজ্ঞেস করার পরে উনি বলেন আমি কাউকে চিনতে পারিনি।
একটা ভূমি অফিসে অনেক মূল্যবান কাগজপত্র থাকে মানুষের আমানত রাষ্ট্রের মূল্যবান সম্পদ । আদাঐর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ সোহেল রানা, উনাকে পাহারাদার সম্পর্কে জিজ্ঞেস করার পরে উনি বলেন দেশের এমন পরিস্থিতির কারণে আমি একজন পাহারাদার রেখেছিলাম কিন্তু এমনিতে কোন পাহারাদার নাই।
দুর্বৃত্তরা পোড়ানোর চেষ্টা করেছিল কিন্তু পাহারাদার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামীন রক্ষা করেছেন। এই ভূমি অফিসটি নিরাপত্তা জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা দের দৃষ্টি আকর্ষণ করছি।